Ads Area

Tips & Triks

ব্রেকিং নিউজঃ ৭০০+ সফটওয়্যার ডাউনলোড করুন বাংলাদেশের ১ম ওয়েবসাইট থেকে!!

সবাইকে স্বাগতম !! আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি !!
আমরা পিসি / Android এর জন্য অনেক সফটওয়্যার ডাউনলোড করি। আর ডাউনলোড করতে গুগল এ সার্চ করি। কিন্তু সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার পেতে বাগ পোহাতে হয় অনেক কারন সকল ওয়েবসাইট এ সকল সফটওয়্যার পাওয়া যায় না।  আর পাওয়া গেলেও নানা রকম অ্যাড বা ঝামেলা সহ্য করতে হয় সফটওয়্যার ডাউনলোড করতে। কোন কোন ওয়েবসাইট এ সার্ভে করা লাগে। 😥  ফলাফল অতিরিক্ত ঝামেলা আর মেজাজ ও খারাপ হয়ে যায়।  👿 আর আমাদের দেশের ইন্টারনেট স্পিড অনেকের ই লিমিটেড বা স্লো । তাই এই স্লো নেট দিয়ে এত ঝামেলাও অসহ্যকর। তবে আজকে অনেক ভাল একটা ওয়েবসাইট এর কথা বলব। এই ওয়েবসাইট বাংলাদেশীদের তৈরি ১ম Downloading ওয়েবসাইট 😎
জি হ্যাঁ আজকে এমন একটি ওয়েবসাইট এর নিউজ দিব যেখান থেকে আপনি প্রায় ৭০০+ সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। 😆  আপনার প্রয়োজনীয় সকল সফটওয়্যার পাবেন একই ওয়েবসাইট এ। আর ডাউনলোড করা একদম সহজ। নেই কোন সার্ভের ঝামেলা। জাস্ট সফটওয়্যার এর নাম লিখে সার্চ করবেন আর ক্লিক করলেই ডাউনলোড পেজ থেকে সফটওয়্যার এর রিভিউ, স্ক্রিনশট সহ ডাউনলোড লিঙ্ক পাবেন তাও আবার Latest ভার্শন কারন সেই ওয়েবসাইট প্রতিদিন আপডেট করা হয়। গুনে দেখলাম প্রায় ৭০০+ সফটওয়্যার রয়েছে এতে যা বিশাল সংগ্রহ । তাছাড়া পিসি সফটওয়্যার এর পাশাপাশি রয়েছে Android Apps এবং Android Games। আর বাড়তি পায়না হিসেবে লাইভ টিভি রয়েছে যেখানে খেলাও দেখানো হয়।  🙄
ওয়েবসাইটটির লিঙ্কঃ এখানে ক্লিক করুন
লাইভ টিভিঃ এখানে ক্লিক করুন
এক নজরে দেখে নিন কি পাচ্ছেন এই ওয়েবসাইট থেকেঃ
১। ৭০০+ পিসি সফটওয়্যার (প্রতিদিন আপডেট , Latest ভার্শন)
২। ১০০+ Android Apss+ Games
৩। ১টি লাইভ টিভি চ্যানেল
৪। ১টি ওয়েবসাইট এ সকল সফটওয়্যার সহ আরও অনেক কিছু
———————————————–
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। বিদায় !! 🙂

এন্ড্রয়েড ব্যবহার করেন? জানুন ১২ টি সুবিধাজনক কৌশল!

এন্দ্রয়েড ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ন দিক হচ্ছে সহযেই এবং সল্প সময়ে কাজ করা যায়। আর এন্ড্রয়েড ব্যবহারের জন্য অনেকেই সুবিধা জনক কিছু কৌশল ব্যবহার করে থাকে।আর আজ আপনাদের সাথে এন্ড্রয়েড ব্যবহারের ১২ টি সুবিধাজনক কৌশল নিয়ে আলোচনা কর।
Android_App_7 এন্ড্রয়েড ব্যবহার করেন? জানুন ১২ টি সুবিধাজনক কৌশল!
১. অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো, একে নিজের ইচ্ছেমতো সাজাতে পারবেন। এ ছাড়া অসংখ্য অ্যাপের ব্যবহারে ব্যাপক সুবিধা ভোগ করা যায়। আবার লঞ্চার ব্যবহারের মাধ্যমে মোবাইলের অ্যাপগুলোকে সাজিয়ে রাখতে পারবেন।
২. গুগলের পুরো সুবিধা মিলবে কেবলমাত্র অ্যান্ড্রয়েডে। জিমেইল, ক্যালেন্ডার, ফটোস এবং অন্যান্য দারুণ কিছু অ্যাপ পাবেন। আরো আছে গুগলের ভয়েস অ্যাসিস্টেন্ট। এ ছাড়া সর্বসাম্প্রতিক সংস্করণ মার্শমেলোতে গুগল নাউ নামের লঞ্চার দেওয়া হয়েছে। এ ছাড়া মার্শমেলোর সঙ্গে গুগল সার্চ অপশন পাবেন। সেখান থেকে যখন তখন সার্চ দেওয়া সম্ভব।
৩. অ্যাপগুলোর সঙ্গে আপনি কি শেয়ার করছেন তা সহজে জানা যায়। সেটিং মেনুতে গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে ‘পারমিশন’-এর তালিকা পাবেন। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পারমিশনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পাবেন আপনি।
৪.আরেকটি মজার বিষয় হলো, বিভিন্ন অ্যাপের বিশেষ কিছু ফাংশন অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। যে ব্রাউজার ভালো লাগে বা যে পিডিএফ রিডারটি পছন্দ তা এমনিতেই চলে আসবে। ফোনটি আপনাকে ডিফল্ট অ্যাপ সেটআপ করে নিতে বলবে। করে নিলেও পরে সেটিংস থেকে ‘ক্লিয়ার ডিফল্টস’ করে নিতে পারবেন।
৫. মোবাইলের ডেটা ব্যবহার পর্যবেক্ষণ করতে পারবেন। সেটিংস মেনুতে ডেটা ইউজেস নামে অপশন পাবেন। অ্যান্ড্রয়েডে আছে বিল্ট-ইন ডেটা ট্র্যাকার।
৬. অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারবেন। অনেক অ্যাপ রয়েছে যা ব্যবহার করা হয় না। এদের কিছু আবার মুছেও ফেলা যায় না। তবে এদের ডিসঅ্যাবল করা যায়।
৭. ব্যাটারির শক্তি আধুনিক স্মার্টফোনের বড় সমস্যা। তবে অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারির শক্তি বাঁচানোর মোড দেওয়া হয়েছে।
৮. যেকোনো বিষয়কে আরো উন্নততর ও দ্রুত ব্যবহার করতে নিজেই একজন ডেভেলপার হয়ে উঠতে পারেন। সেটিংসয়-এ ‘অ্যাবাউট দিস ফোন’ অপশন থেকে ডেভেলপার হয়ে যেতে পারেন। সেখানে পাবেন বিল্ড নম্বর। সেখানে আই অ্যাম কমপ্লিটলি সিরিয়াস অ্যাবাউট দিস অংশে সাত বার চাপ দিলেই ডেভেলপার বনে যাবেন।
৯. সেটিংস-এ যেতে পারবেন খুব দ্রুত। নোটিফিকেশন মেনু থেকে দ্রুত সেটিংস পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড সংস্করণে কুইক সেটিংস মেনু পাবেন অনয়াসে।
১০. একযোগে একাধিক কাজ কর
তে পারবেন। একসঙ্গে দুটো অ্যাপ্লিকেশন চলবে এতে। সম্প্রতি যে অ্যাপগুলো নিয়ে কাজ করেছেন তা একটি হোম বাটনে থাকে। সেখানে চাপ দিয়ে ধরে রাখুন। বিচ্ছিন্ন স্ক্রিন আকারে অ্যাপগুলো চলে আসবে। সেখান থেকে বাছাই করে নিতে পারবেন।
১১. গেসচার সার্চ একটি দারুণ পদ্ধতি। আঙুলের আঁকিবুকিতে নানা কমান্ড দিতে পারবেন। আপনি স্মার্টফোনে প্রায় সবাই খুঁজে পাবেন। শুধু নির্দিষ্ট নির্দেশের জন্যে গেসচার ঠিক করে নিন।
১২. দ্রুত ক্যামেরায় ঢুকতে পারবেন। অনেক মডেলের স্মার্টফোনে আঙুলের এক স্পর্শেই ক্যামেরা চালু অবস্থায় পাওয়া সম্ভব। এ ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসের লক স্ক্রিনেই ক্যামেরার শর্টকাট রয়েছে।

আপনার পিসির প্রসেসর এর গতি বাড়াবেন কীভাবে জেনে নিন

আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমরা দেখবো কিভাবে পিসির গতি বৃদ্ধি করা যায়।বর্তমানে কম্পিউটার আমাদের নিত্য দিনের সাথী বলা চলে। অনেক সমায় দেখা যায় কম্পিউটার দীর্ঘক্ষন ব্যবহারের ফলে স্ল হয়ে যায়। প্রসেসিং কাজগুলো ধীর গতিতে হয়।
সেই জন্য  পিসির  প্রসেসিং বৃদ্ধি করার জন্য যা করতে হবে…

  • আপনার পিসির start মেনুতে গিয়ে run ট্যাবটি select করে ডাবল click করুন।
  • run ওপেন হলে msconfig লিখে Enter বাটন চাপুন।
  • এবার যে পেজ আসবে সেখান থেকে boot সিলেক্ট করুন।
  • advance option এ click করে number of processor এ টিক চিহ্ন দিন।
  • এবার আপনার processor অনু্যায়ী processor সিলেক্ট করুন।

  • তারপর ok দিয়ে বের হয়ে আসুন।
  • পিসি restart দিন।
কিভাবে Facebook Messenger ভিডিও কল রেকড করবেন সাথে কথার অডিও..
Facebook Messenger একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান, যা দিয়ে অডিও এবং ভিডিও কল করা যায় এবং পাঠ্য, ছবি, অডিও বা ভিডিও বার্তা পাঠাতে ইন্টারনেট ব্যবহার করে থাকে।কখনও কখনও, আমরা পরবর্তীতে পর্যালোচনা করার জন্য খুশি মুহূর্ত, মজার কথোপকথন বা গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সগুলি রাখার জন্য Facebook Messenger ভিডিও কলগুলি রেকর্ড করতে চাই।
যখন আপনি Facebook Messenger ভিডিও কলে কথা বলবেন, তখন আপনি স্ক্রিন রেকড চালু  করে রাখবেন এবং আপনার ভিডিও কল রেকর্ড করা হবে। তাই আপনি উভয় পক্ষের থেকে ফেসবুক মেসেঞ্জার ভিডিও কলের সঙ্গে অডিও কথোপকথন রেকর্ড করার জন্য লাউডস্পিকার সঙ্গে কথা বলতে হবে। তাহলে চলুন কিভাবে আপনারা Facebook Messenger ভিডিও কল রেকড করবেন সাথে কথার অডিও সহ।

কিভাবে অ্যান্ডয়েড ফোন দিয়ে আপনার Facebook Messenger ভিডিও কল রেকড করবেন

DU রেকর্ডার একটি অ্যাপ, যা দিয়ে একটি মুক্ত, স্থিতিশীল, উচ্চ মানের মসৃণ এবং তাজা স্ক্রিন ভিডিও রেকর্ড করতে সহায়তা করে।
#1. First, Install DU Recorder from Google Play Store
#2. Open the DU Recorder apps and See the navigation menu.
#3. Tap the ‘Recorder’ icon, and start Recording.
#4. Tap the ‘Stop’ icon, recording is ‘stopping’.
#5. That’s it.
কিভাবে Facebook Messenger ভিডিও কল রেকড করবেন সাথে কথার অডিও

কিভাবে আইইফন দিয়ে আপনার Facebook Messenger ভিডিও কল রেকড করবেন

iOS 11 এ একটি অন্তর্নির্মিত স্ক্রিন রেকর্ডার রয়েছে, যা দিয়ে আপনি সরাসরি স্ক্রিন রেকর্ড করতে দেয়। যদি আপনি iOS 9 বা 10 ব্যবহার করেন, তাহলে আপনাকে রেকর্ডার অ্যাপ স্ক্রিনের প্রয়োজন হবে।
#1. You’ll first need to add the feature’s button to Control Center.
#2. Open Settings > Control Center > Customize Controls then tap the green plus icon next to Screen Recording.
#3. With the shortcut added to Control Center, swipe up from the bottom of your iOS device’s screen,you’ll see the new Screen Recording button.
#4. Tap the ‘recording icon”, then wait for the three-second countdown. To capture sound while you record, press deeply on  and tap Microphone Audio.
#5. To stop recording, open Control Center and tap red barOr tap the red status bar at the top of your screen and tap Stop.
#6. You can find your screen recording in the Photos app.
কিভাবে Facebook Messenger ভিডিও কল রেকড করবেন সাথে কথার অডিও

উপসংহারঃ

যদি এই পোস্ট আপনার ভাল লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। এই পোস্টটি কালেক্ট করা একটি ইংলিশ সাইট থেকে এনেছি আপনি অরিজিনিয়াল পোস্ট দেখতে পারেন এই লিঙ্কঃ How to Record Facebook Messenger Video Calls

জেনে নিন স্মার্টফোনের পাসওয়ার্ড প্যাটার্ন ভুলে গেলে কী করবেন !

আজকাল স্মার্টফোনে অনেক ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করেন ব্যবহারকারীরা। আর সে সব তথ্য সুরক্ষিত রাখতে সবাই পাসওয়ার্ড ব্যবহার করেন। পাসওয়ার্ড দিলেও সেটি মনে রাখার ঝামেলা পোহাতে হয়। কিন্তু অনেক ব্যবহারকারী সে ঝামেলা পোহাতে পারেন না, অর্থাৎ অনেক সময় নিজের দেওয়া পাসওয়ার্ড প্যাটার্ন ভুলে যান তারা।

জেনে নিন এমনটা হলে কী ভাবে আবার নিজের ফোনটি চালু করবেন
১। স্মার্টফোন সুইচ অফ করুন।
২। এ বার ভলিউম বোতাম, পাওয়ার বোতাম ও হোম স্ক্রিন বোতাম এক সঙ্গে টিপুন।
৩। পাঁচটি অপশন ভেসে উঠবে স্ক্রিনে-
রিবুট ডেটা
হোয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট
ইনস্টল আপডেট
পাওয়ার ডাউন
অ্যাডভান্স অপশন
৪। দ্বিতীয় অপশন অর্থাৎ হোয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করুন করে ‘ইয়েস’ প্রেস করুন। তবে এটা করার আগে এক বার ভেবে দেখুন। কারণ এক বার এটা করে ফেললে আপনার আগের সব ডেটা মুছে যাবে। তাই সব সময় ডেটা ব্যাক আপ নিয়ে রাখুন।
৫। কিছু ক্ষণ পর আপনার ফোন রিস্টার্ট করতে চাইবে। তখন সহজেই ফোন আনলক করে নতুন প্যাটার্ন সেট করুন।

Post a Comment

1 Comments