Ads Area

Android


Dial Pad & Call list & save contacts এর background নিজের ছবি বসাবেন কিভাবে দেখে নিন,না দেখলে মিস করবেন

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেনআর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি

পোস্টের বিষয়ঃ


👉উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে অসাধারণ একটি DialerPad অ্যাপ নিয়ে হাজির হলাম।যেটার মাধ্যমে আপনারা Dial Pad & call list & save contacts এর background এ আপনার নিজের ফটো সেট করবেন বা বসাবেন।এই ট্রিক্সটা 99% লোকেই জানে না তাই শেয়ার করলাম।তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় আসা যাক।
প্রথমে আপনারা নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।তারপর instail করুন ইনস্টল করার পর অ্যাপটি দুই ভাগে বিভিক্ত হয়ে যাবে।phone,contact নামে কল ডায়েলের ২ টা অ্যাপ তো আপনি নিচের দেখানো phone নামে অ্যাপটি অপেন করুন।


এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

👉অ্যাপটি ওপেন করার পর আপনার কাছে allow চাইতে পারে যতবার allow চাবে allow করে দিবেন।

👉তারপর একটা পেজ আসবে সেখানে নিচের দেখানো মত ok লেখার উপর ক্লিক করুন।
👉তারপর আপনার ডায়াল প্যাডটি ওপেন হবে সেখানে দেখানো মত আপনি 3 ডট আইকনে ক্লিক করুন
 👉তারপর নিচের মত setting লেখার উপর ক্লিক করুন।
👉তারপর নিচের দেখানো জায়গায় personaliZed setting লেখার উপর ক্লিক করুন

তারপর আপনি DialPad Background লেখার উপর ক্লিক করুন
👉তারপর গ্যালারি অপশন আসবে গ্যালারি অপশনের উপর ক্লিক করুন
👉তারপর গ্যালারি অপশন আসবে গ্যালারি অপশনের উপর ক্লিক করুন
👉তারপর আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে crop করে নিন তারপর save লেখার উপর ক্লিক করুন
তারপর upload success লেখা দেখাবে আপনি back বাটনে ক্লিক করে back করুনback করে দেখুন আপনার ডায়াল প্যাডে আপনার ছবি সেট হয়ে গেছে

all call লিষ্টে যেভাবে পিক সেট করবেনঃ
👉এগুলা বিস্তারিত আলোচনা করলাম না আলোচনা করলে অনেক বড় হবে পোস্ট টা তাই এটা শুধু বললাম কিভাবে সেট করবেন।নিচের screen sort দেখুন কিভাবে করবেন

 প্রথমে ডায়াল প্যাডে যান তারপর 3 ডট মেনু+Setting +PersonaliZed setting+Call logo background এ ক্লিক করে তারপর গ্যালারিতে ক্লিক করে ছবি সেট করে save করে দিলে।নিচের মত দেখাবে আপনার পিকের উপর অল কল লিষ্ট।
all call লিষ্টে যেভাবে পিক সেট করবেনঃ
👉save contact list নাম্বারে যেভাবে পিক সেট করবেন নিচ থেকে দেখে নিন


প্রথমে ডায়াল প্যাডে যান তারপর 3 ডট মেনু+Setting +PersonaliZed setting+Contact list background এ ক্লিক করে তারপর গ্যালারিতে ক্লিক করে ছবি সেট করে save করে দিলে।নিচের মত দেখাবে আপনার পিকের উপর all save contacts number দেখাবে।
Done

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Android মোবাইল দিয়ে যেকোনো কম্পিউটার কিভাবে চালাবো ?

Android মোবাইল দিয়ে যেকোন কম্পিউটার কিভাবে চালবো? বন্ধুরা আজকেই এই পোস্টে আমারা খুব মজার একটি টপিক নিয়ে আলোচনা করবো। আপনি যদি মোবাইল ব্যবহার কারি হয়ে থাকেন এবং আপনি চাইছেন আপনার মোবাইল দিয়ে আপনি আপনার বন্ধুর বা অন্য যেকোনো ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার কে সম্পূর্ণ নিয়ন্ত্রন করবেন তাহলে আপনি সেটা অবশ্যই করতে পারবেন আজকের এই পোস্ট দেখে। 

আসলে এটা কোন হ্যাক টিপস নয় এটা করার জন্য আমারা আজকে একটি সফটওয়্যার ব্যাবহার করবো। ধরুন আপনার বন্ধুর কম্পিউটারে কোন সমস্যা হয়েছে এবং সে আপনাকে বল্ল তার কম্পিউটার সমস্যা সমাধান করতে এখুন আপনার কাছে কম্পিউটার নেই কিন্তু মোবাইল আছে তো আপনি আপনার বন্ধুর কম্পিউটার কে আপনার মোবাইল দিয়ে নিয়ন্ত্রন করে তার সমস্যা দেখে সমস্যার সমাধানও করে দিতে পারবেন কিভাবে চলুন দেখা যাক।

মোবাইল দিয়ে কম্পিউটার কিভাবে চালাবো ? 


এই কাজের জন্য আমারা আজকে যে সফটওয়্যার ব্যবহার করবো তার নাম হচ্ছে "AnyDesk" এটা একটি ফ্রী সফটওয়্যার নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনি মোবাইল এবং আপনার বন্ধুকে বলুন তার কম্পিউটারে যে এই "AnyDesk" সফটওয়্যার ডাউনলোড করে ওপেন কারে। 




স্টেপ ১। এখুন আপনি আপনার মোবাইনে AnyDesk ইন্সটল করুন উপরের লিঙ্ক থেকে এবং আপনার বন্ধুকেও বলুন যেন সেও AnyDesk কম্পিউটার ভার্সন ডাউনলোড নেই।

স্টেপ ২। এখুন দুজুনেই মোবাইল এবং কম্পিউটারে সফটওয়্যার ওপেন করুন। এখুন আপনি যার পিসি চালাতা চান মোবাইল দিয়ে তার কাছ থেকে AnyDesk ID টি চেয়ে নিন।

স্টেপ ৩। এখুন আপনি আপনার মোবাইল AnyDesk এ আপনার বন্ধুর AnyDesk ID টি বসান এবং "Connect" এ ক্লিক করুন। 
স্টেপ ৪। যখুনি আপনি "Connect" এ ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি যার কম্পিউটার anydesk id ব্যবহার করেছেন সেই পিসিতে একটি পারমিশন দিতে হবে বন্ধুকে বলুন সে যেন Accept এ ক্লিক করে।
স্টেপ ৪। যখুনি আপনি "Connect" এ ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি যার কম্পিউটার anydesk id ব্যবহার করেছেন সেই পিসিতে একটি পারমিশন দিতে হবে বন্ধুকে বলুন সে যেন Accept এ ক্লিক করে।
তো বন্ধুরা আশাকরি আপনাদের বুঝতে সমস্যা হয়নি, আর আপনারা শিখে গেছেন কিভাবে মোবাইল দিয়ে যে কোন কম্পিউটার চালাতে হয় যদি আপনাদের এই পোস্ট ভাল লাগে তবে অবশ্যই কমেন্ট করুন, পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে পোস্টটি শেয়ার করুন। 

এন্ড্রয়েড- এ আমার প্রিয় কতিপয় ফ্রি এপস্



আমি একজন নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন ইউজার। আমি সিম্ফোনি  P6 2GB মডেলের সেটটা কিনেছি। যাহোক, গত দুই মাসের ব্যবহারিক অভিজ্ঞতা থেকে গুগল প্লে স্টোরে ফ্রি পাওয়া যায়-এমন কিছূ চমৎকার এপস্ সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করা যাকঃ

১. প্রথমে আমি FLV ভিডিও চালানোর এপস এর কথা বলবো। এর জন্য আমি mobo video player  টাকে বেছে নিয়েছি। FLV ভিডিও চালানোর জন্য এটা খুবই চমৎকার একটা ভিডিও প্লেয়ার।

২. এবার আসি HD video player এর বিষয়ে। আমি 1080 পিক্সেলের MKV এবং MP4 ভিডিও চালানোর জন্য এপস্ খুজতে লাগলাম। অবশেষে কয়েকটা পেলাম। তন্মধ্যে, 100tv player এবং HD Player নামক দুটি প্লেয়ার দিয়ে 1080 পিক্সেলের MKV ভিডিও সহজেই চালাতে পারলাম। কিন্তু MP4 ভিডিও চালানোর জন্য কোন যুৎসই এপস্ পেলাম না। যদিও উপর্যুক্ত দুটি প্লেয়ার দিয়ে MP4 ভিডিও চালানো যায় তবে তা চলে স্লো মোশনে; সাউন্ড ও ছবির সাথে সামঞ্জস্য থাকেনা। যাহোক, আমি এখনও ভালো কোন MP4 ভিডিও প্লেয়ার খুজছি। পেলে আপনাদেরকে জানাবো। আপনার কেউ পেলেও অবশ্যই শেয়ার করবেন।

৩. মোবাইলটার সাথে দেওয়া ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার দিয়ে মেগাবাইট খরচ বেশি হতো। এ থেকে মুক্তি পেলাম Opera mini browser download করে। খুবই চমৎকার এবং সাশ্রয়ী এটা। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। Opera mini browser এর সেটিং-এ গিয়ে ছবি লোড হওয়ার অপশন বাদ দিলে মেগাবাইট খরচ আরো অনেক কমে যাবে।

৪. Easy Battery Saver: খুবই কার্যকরী একটা ব্যাটারী সেভার।

৫. Your flashlight: এই ফোনে কোন টর্চ লাইট নেই। তাই বিকল্প কোন উপায় খুজছিলাম। আর পেয়ে গেলাম এই এপস টি। এটি দিয়ে টর্চ লাইট এর অভাব মেটানো যাবে।

৬. CamScanner: আমি সরকারী একজন কর্মকর্তা। প্রায়ই বিভিন্ন চিঠিপত্র কে স্কেন করে পিডিএফ ফাইল বানাতে হয়। এর জন্য দরকার হয় ‍Scanner এর। আমার অফিস কক্ষে কোন স্কেনার না থাকায় বসদের রুমে গিয়ে স্কেন করতে হতো। এখন আমি ক্যামস্কেনার দিয়ে ছোটখাটে স্কেনিং এবং পিডিএফ ফাইল সহজেই তৈরি করতে পারি। এপস্ টা ওপেন করে ক্যামেরার মতো যে চিহ্নটা আছে তা দিয়ে ছবি উঠিয়ে পিডিএফ ফাইল তৈরি করা যায় সহজেই।

৭. ‍Adobe Reader টা আমার ফোনে আগেই ইন্সটল করা ছিল। কিন্তু তা ছিল পুরাতন ভার্সনের। গুগল প্লে স্টোর হতে আপডেট ভার্সন টা ডাওনলোড করেছি। এক কথায় অসাধারণ।

৮. Bangla Alphabet: ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য চমৎকার একটি এপস্। যদিও ফ্রি ভার্সনে সবকিছু নেই তথাপিও এই এপস্ টার ফ্রি ভার্সনটাও চমৎকার। আপনি স্বরবর্ণ ক্লিক করলে ক, খ, গ, ইত্যাদী অক্ষর বের হবে। কোন অক্ষরে টাচ করলে তা উচ্চারন করে শুনাবে। এসো নিজে করি অপশনে বাচ্চারা লেখার উপর হাত ঘুরিয়ে লেখা শিখতে পারবে। যদিও ফ্রি ভার্সনে সব অক্ষর দেয় নাই।শব্দমালা তে ক্লিক করলে বিভিন্ন অক্ষর আসবে। একটিতে ক্লিক করলে- যেমন অ তে ক্লিক করলে আসবে অজগরটি আসছে তেড়ে। আবার ওখানকার নিচে মানুষের মুখের মতো চিহ্নে টাচ করলে তা উচ্চারন সহ অজগরটি আসছে তেড়ে বলবে।

৯. KIDS নামক এপস টাও বাচ্চাদের পড়াশোনার জন্য দরকারী।

১০. Temple Run 2: আমিও বাচ্চাদের মতো এই গেমস টা খেলি। খুবই মজার।

১১. Bangla Receipe: ইন্টারনেট ছাড়াই এপস্ টা ব্যবহার করা যায়। চমৎকার একটি রেসিপির এপস্।

১২. ‍Syamu Velland বাংলা ডিকশনারি। যে কোন ইংরেজি শব্দ লিখলে সাথে সাথে বাংলা চলে আসবে।

১৩. Prothom Alo: প্রথম আলোর অফিশিয়ার এপস্। এটা দিয়ে প্রথম আলো পত্রিকা সহজেই পড়া যায়। যদিও ইদানিং এপস্ টিতে কিছু সমস্যা দেখা যাচ্ছে।

১৪. Avast Mobile Security.

১৫. Al-Quran (Bangla).

১৬. Digi Clock Widgets: এটি দিয়ে আপনার মোবাইলের হোম স্ক্রিনে সময় ও তারিখ সহ ঘড়ি দেখা যাবে।

১৭. Mobile info: বাংলাদেশী সকল মোবাইল অপারেটরদের যাবতীয় কলরেট, ইন্টারনেট সেটিং ইত্যাদী। সবার এটি থাকা উচিত। এটি থাকলে অযথাই আপনাকে কল সেন্টারে কল করে টাকা গচ্চা দিতে হবে না।

১৮. Newspapers Bangladesh: এক ক্লিকে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি পত্রিকা।

১৯. রুপচর্চা নামক একটি এপস্ আমি গুগল প্লে তে পেয়েছি। নারীরা নিশ্চই এটি পছন্দ করবেন।

২০. Lady Pill Calender: নামেই নারীরা বুঝতে পারছেন-এটি কোন কাজের এপস্।

২১. Android assistant নামক একটি সুন্দর এপস আগেই আমার ফোনে ইনস্টল করা ছিল। প্রথমে এটার ব্যবহার বুঝতাম না। এটি ওপেন করে Quick Boost এবং ‍System Clean এ ক্লিক করলে আপনার মোবইলটা ফাস্ট হবে। এটি আপনার ফোনের গতি বৃদ্ধিতে সহায়ক হবে।

এটিই কোন ব্লগে আমার প্রথম লেখা। কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার এই ক্ষুদ্র চেষ্ঠার ফলে কেহ উপকৃত হইলে কৃতার্থ হইব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার প্রিয় ব্লগ পিসিহেল্পলাইন বিডি-কে।

অ্যান্ড্রয়েড এর নতুন স্ক্রিন লক ।


সবাইকে সালাম । আজ অনেক দিন পর পোস্ট লিখছি তাই ভুল হলে মাপ করে দিবেন। আজ আমি আপনাকে অ্যান্ড্রয়েড এর একটি অ্যাপ দিব যেটাতে আপনি এক সাথে অনেক গুলি স্ক্রিন লক পাবেন । অ্যান্ড্রয়েডএর সব চাইতে লক স্কিন গুলি আমরা বেশি ব্যবহার করি এক একজন এক এক রকম ব্যবহার করি তাই আমি আজ আপনাদের যে অ্যাপ দিব আসা করি তা আপনাদের ভাল লাগবে ।


অ্যাপটির নাম ও কিছু ইনফো নিচে দেওয়া হল ।

Sparky Lock Screen
– Added New Theme: The Beach!
– Added New Theme: Wise Girl!
– Added background image settings to Donut, Minimal Black, Concert.
– Added camera shortcut settings to Donut, Minimal Black, Surreal.
– Fixed Surreal theme on Nexus 4
– Fixed audio glitch when unlock listening to music
– Added settings menu with options: clock mode, status bar and unlock sound.
আরও জানতে এখানে চাপ দিন ।
এই অ্যাপ টি মার্কেট এ কিনতে $১.৯৯ টাকা লাগে কিন্তু আমি আপনাদের ফ্রী তে দেব ।
Sparky Lock Screen ডাউনলোড করতে এখানে চাপ দিন ।
আসা করি এই অ্যাপ টি আপনারা ব্যবহার করবেন । এর পর আপনাদের কিছু গো লকার এর কিছু  লকার দিব । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাপেজ । আবার কথা হবে ।

ছুটির দিন উপলক্ষে নিয়ে নিন ৫১ টি পেইড অ্যাপস [এই মাত্র আপডেট পেলো]

ছুটির দিন উপলক্ষে নিয়ে নিন ৫১ টি পেইড অ্যাপস [এই মাত্র আপডেট পেলো]
সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে এসে পরলাম 50+ টি লেটেস্ট পেইড এপ নিয়ে, যা প্রতি টা অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই। টিউন ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্যই এই টিউন। চলুন শুরু করা যাক।

A

Adguard Premium Remove All Ad - Download
ADW Launcher Pro- Download
Action Launcher Prime- Download
AZ Screen Recorder Premium- Download
Alarmy Sleep If You Can Premium [Best Alarm App] - Download
AndroVid Pro [Video Editor] - Download
B
C
Computer Launcher Pro - Download
D
Dr.Fone Recovery Premium- Download
Disk Digger Pro [Recovery] Pro - Download
E
Everywhere Launcher Pro- Download
Equalizer Player Pro Plus- Download
ES File Manager Pro - Download
F
G
Greenify Mod [No Root]- Download
H
Hola Launcher Pro- Download
I
Internet Speed Meter- Download
J
Jet Audio Plus Mod Silver- Download
K
L
Lightning Launcher Pro- Download
Launcher 8 Pro- Download
M
MX Player Pro 1.9.16 - Download
Music Player Plus- Download
MP3 Cutter & Joiner Pro - Download
Manual Camera Pro- Download
Moon Reader Pro - Download
N
Nova Launcher Prime- Download
Next Launcher 3D Pro - Download
Netguard Pro Firewall [No Root] - Download
O
Oreo Launcher Pro - Download
P
PicSay Pro With 50+ Font - Download
Player Pro- Download
Pulsar Player Pro- Download
Phonograph Music Player Pro- Download
Power Director Video Editor All Unlock Pro - Download
PowerAMP Full  - Download
PowerAMP Unlocker- Download
PowerAMP Pather- Download
PDF Converter Pro- Download
Q
QuickPic [Best Gallery] - Download
R
S
Snaptube VIP [Download Any Video, Audio, Picture]- Download
Smart Launcher Pro- Download
Samsung S8 Launcher Pro- Download
Spotify Cracked Mod- Download
Stellio Player+ Unlocker- Download
Slide Show Maker Pro- Download
ShareIT Ad free Mod- Download
T
Turbo Launcher Pro- Download
TSF Launcher 3D Shell Pro - Download
True Caller Pro- Download
Text Fairy [Image To Text] [Bangla Supported] - Download
Turbo VPN [Ad Free Mod] - Download
U
V
W
Wifi Map Free Password Craked Pro- Download
Wifi-WPS Unlocker Premium- Download
Wifi Password Pro Hacker- Download
WPS Office Pro [Word, Powerpoint, Excel] -Download
X
Xiaomi File Manager Mod [Ad Free] - Download
XP Launcher Pro Mod- Download
Xplayer [Video Player] - Download
Y

Z

যেভাবে ডাউনলোড করবেনঃ 

Post a Comment

2 Comments